• Call For Your Serial 0171-1023767

Lumbar ও spine-এ degenerative (spondylosis/osteoarthritis) change

Lumbar ও spine-এ degenerative (spondylosis/osteoarthritis) change — মানে বয়স বা দীর্ঘদিনের চাপের কারণে হাড়ে ক্ষয়জনিত পরিবর্তন। এটার জন্য ব্যথা, টান, শক্ত হয়ে যাওয়া, দাঁড়ালে বা হাঁটলে বাড়ে—এগুলো বেশি দেখা যায়।
Lumbar ও spine-এ degenerative (spondylosis/osteoarthritis) change — মানে বয়স বা দীর্ঘদিনের চাপের কারণে হাড়ে ক্ষয়জনিত পরিবর্তন।
এটার জন্য ব্যথা, টান, শক্ত হয়ে যাওয়া, দাঁড়ালে বা হাঁটলে বাড়ে—এগুলো বেশি দেখা যায়।


🏥 আগে যা জানা দরকার
বেশি অসাড়তা
পায়ে ব্যথা ছড়িয়ে যাওয়া
পা দুর্বল হয়ে যাওয়া
প্রস্রাব–পায়খানার সমস্যা
এসব থাকলে আগে অর্থোপেডিক/নিউরো চিকিৎসকের ।
🌿 হোমিওপ্যাথি চিকিৎসা
🔹 1. Rhus tox 30 / 200
যাদের—
উঠা-বসায় ব্যথা বাড়ে
একটু নড়লেই ভালো লাগে
ঠান্ডায় ব্যথা বাড়ে
👉 দিন ২–৩ বার ৩০ potency
👉 ২০০ potency সপ্তাহে ১–২ দিন (ডাক্তারের পরামর্শে ভালো)
🔹 2. Bryonia alba 30
ব্যথা নড়াচড়া করলেই বাড়ে,
চুপচাপ শুয়ে থাকলে কমে — এমন হলে।
👉 দিনে ২–৩ বার
🔹 3. Calcarea fluorica 6X (Biochemic)
হাড় শক্ত করা ও osteophyte/বোন স্পার-এ ভালো সাপোর্ট দেয়
👉 দিনে ৩বার ৪টি ট্যাব
🔹 4. Arnica 30
দীর্ঘদিনের ব্যথা, স্টিফনেস, আঘাতের মতো অনুভূতি থাকলে
👉 দিনে ২বার
🔹 5. Symphytum Q (Mother tincture)
হাড়-জয়েন্টে chronic degeneration হলে
👉 10–15 drops দিনে ২বার (পানিতে)
🔹 6. Hypericum 30
নার্ভে টান, ঝিনঝিনি, সুঁই ফোটার মতো ব্যথা হলে
👉 দিনে ২–৩ বার
🛑 খেয়াল রাখবেন
❌ নিজে নিজে potency বারবার পাল্টাবেন না
❌ ব্যথা খুব বেশি হলে শুধু ওষুধে দেরি করবেন না
❌ দীর্ঘদিন steroid/পেইনকিলার খাবেন না (ডাক্তারের ছাড়া)
🧘 সাথে যা করলে উপকার পাবেন
✔️ ওজন নিয়ন্ত্রণ
✔️ শক্ত বিছানায় শোবেন (সফট ম্যাট্রেস এড়িয়ে চলুন)
✔️ দীর্ঘক্ষণ বসবেন না
✔️ হালকা Back strengthening exercise/Physiotherapy ভালো কাজ করে
✔️ গরম পানির সেঁক উপকারী
আপনার উপসর্গ যেমন —
📍 ব্যথা কোথায়?
📍 পায়ে নামে কি না?
📍 কতদিন ধরে?
📍 বয়স কত?
Spine-এর জন্য কার্যকর Mother Tincture
✅ Symphytum Q
হাড়–জয়েন্টের ক্ষয় (degenerative change), osteophyte, old injury—এ ভালো সাপোর্ট দেয়।
👉 10–15 drops ½ কাপ পানিতে
👉 দিনে ২ বার
✅ Ruta graveolens Q
লিগামেন্ট, টেন্ডন ও ব্যাক-মাসলের স্টিফনেস ও ব্যথায় ভালো।
👉 10 drops ½ কাপ পানিতে
👉 দিনে ২–৩ বার
✅ Rhus tox Q
শুরুতে নড়াচড়ায় ব্যথা, একটু চলাফেরা করলে কমে—এমন হলে।
👉 10 drops ½ কাপ পানিতে
👉 দিনে ২ বার
✅ Arnica Q
দীর্ঘদিনের ব্যথা, মাংশপেশির টান, কাজে করলে ব্যথা বাড়লে।
👉 10 drops ½ কাপ পানিতে
👉 দিনে ২ বার
⚙️ (সাপোর্ট হিসেবে)
Calcarea fluor 6X
👉 দিনে ৩ বার ৪টি করে — হাড় শক্ত করতে সাহায্য করে।
🧘 সাথে কী করবেন
✔️ গরম পানির সেঁক
✔️ ওজন নিয়ন্ত্রণ
✔️ শক্ত বিছানায় শোয়া
✔️ ফিজিওথেরাপির হালকা ব্যায়াম
⚠️ সাবধানতা
❌ প্রেগন্যান্সি / কিডনি-লিভারের রোগ থাকলে আগে ডাক্তারকে বলবেন
❌ ব্যথা পায়ে নামা, অসাড়তা, দুর্বলতা বা প্রস্রাব-পায়খানার সমস্যা হলে ডাক্তারের ফলো-আপ জরুরি
আপনার উপসর্গ যদি বলেন—
📍 ব্যথা নড়াচড়া করলে বাড়ে না কমে?
📍 সকালে স্টিফনেস থাকে?
📍 পায়ে ব্যথা নামে?

 

Lumbar ও spine-এ degenerative (spondylosis/osteoarthritis) change — মানে বয়স বা দীর্ঘদিনের চাপের কারণে হাড়ে ক্ষয়জনিত পরিবর্তন। এটার জন্য ব্যথা, টান, শক্ত হয়ে যাওয়া, দাঁড়ালে বা হাঁটলে বাড়ে—এগুলো বেশি দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published.

You may use these <abbr title="HyperText Markup Language">HTML</abbr> tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*